এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৩ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের উপর সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ঠিক কি প্রকার অত্যাচার চালাচ্ছে, তার এক ঝলক প্রত্যক্ষ করা গেল চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে ৷ আজ মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি ছিল । কিন্তু তার আগেই আদালতের
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) তথা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে ওকালতনামা জমা দেওয়া আইনজীবিকে রিগ্যান আচার্য্যর অফিসে ঢুকে তাকে মারধর করে তার চেম্বার ভেঙে দেয় মুসলিম জনতা । তাকে পিপি-এর পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয় ।
এর আগে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী অ্যাডভোকেট রামেন রায়ের উপর প্রাণঘাতী হামলা হয় । তাকে ধারাল অস্ত্র দিয়ে গোটা শরীর কুপিয়েছিল মুসলিম জনতা । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ।
অ্যাডভোকেট রমেন রায়ের মেডিকেল বোর্ড জানিয়েছে,রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছে না। মস্তিষ্কের কার্যকলাপ ১০ এর মধ্যে ৪ টিতে রেকর্ড করা হয়েছে ।অপরদিকে অসংখ্য আইনজীবী, যারা চিন্ময় কৃষ্ণ দাসের জন্য শুনানীর জন্য দাবি করেছিল সবাইকে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষে ইতিমধ্যেই ১১৪ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে । ফলে আজ চট্টগ্রাম আদালতে জামিনের আবেদনের শুনানিতে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে কোনো আইনজীবী ছিল না । ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোন আইনজীবী না থাকায় পরবর্তী শুনানি ২ জানুয়ারী ধার্য্য করা হয়েছে । বাংলাদেশের হিন্দু নিউজ দাবি করেছে,’চট্রগ্রাম কোর্ট এখন হিন্দু মুক্ত’ ।।

