এইদিন ওয়েবডেস্ক,বুদ্ধগয়া,৩০ ডিসেম্বর : বিহারের বুদ্ধগয়ায় বৌদ্ধ নেতা দালাই লামার ওপর গুপ্তচরবৃত্তি করা এক চীনা মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । বছর পঞ্চাশের ধৃত মহিলার নাম মিস সং জিয়াওলান(Miss Song Xiaolan) । ধৃত মহিলা একজন বৌদ্ধ ভিক্ষুর পোশাক পরে মুখোশ পরে সবার মাঝে ঘুরে বেড়াচ্ছিলেন। আর তাতেই সন্দেহ হয় নিরাপত্তা সংস্থাগুলির । পরে জানা যায় ওই মহিলা মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে রয়েছেন । গত দুই বছর ধরে গয়াতে ঠেক করছিলেন ওই মহিলা । রিপোর্ট অনুযায়ী,মহিলা ২০১৯ সালে প্রথম ভারতে এসেছিলেন। এর পর তিনি চীনে ফিরে যান । পরে ফের ভারতে আসেন এবং সেখান থেকে নেপালে যান। নেপালে কিছু দিন কাটিয়ে তিনি বুদ্ধগয়ায় থাকতে শুরু করেন ।
গয়ার সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট হারপ্রীত কৌর বৃহস্পতিবার বলেছেন,’আমরা একজন চীনা মহিলার ওভারস্টে সম্পর্কিত ইনপুট পেয়েছি। আমরা মঠগুলির সাথে কথা বলেছি । ইতিমধ্যেই সফররত দালাই লামার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে । তাঁর নিরাপত্তাকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি । এছাড়া মঠগুলিতে বসবাসকারী প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হয়েছে ।’
দলাই লামা কালচক্র পূজার ২২ ডিসেম্বর থেকে বুদ্ধগয়ায় রয়েছেন । আর কালচক্র মঠের বাইরে থেকেই ওই চীনা মহিলা গুপ্তচরকে গ্রেফতার করে পুলিশ । যে জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে যেখানে দালাই লামা প্রতিদিন ধর্মোপদেশ দিতে আসেন । ফলে বর্ষীয়ান এই তিব্বতি ধর্মগুরুর নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । কালাচক্র মঠের বাইরে বসানো হয়েছে ১০০ টি সিসিটিভি ক্যামেরা । এদিকে ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । বৃহস্পতিবার মহিলাটির পাসপোর্ট এবং ভিসার বিবরণ সহ একটি স্কেচও জারি করা হয়েছিল বিহার পুলিশের পক্ষ থেকে ।।