এইদিন বিনোদন ডেস্ক,৩১ আগস্ট : সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শিখর সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চীনে অবতরণের পর প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় । তবে সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী চীনের তিয়ানজিনের একটি হোটেলে পৌঁছানোর পর তাঁকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “ভারত মাতা কি জয়” এবং “বন্দে মাতরম” ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়েছিল ।
পাশাপাশি চীনা শিল্পীরা সেতার, সন্তুর এবং তবলার মতো ভারতীয় ধ্রুপদী বাদ্যযন্ত্র সহযোগে “বন্দে মাতরম” সঙ্গীত পরিবেশন করেন । প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে সেই সংগীত শোনেন এবং তিনি হাততালি দিয়ে চীনা শিল্পীদের প্রশংসা করেন । চীনা শিল্পিদের মধ্যে যিনি তবলা বাজাচ্ছিলেন, তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতপ্রেমী চীনা সঙ্গীতশিল্পী ঝুয়াং জিং ।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সামনে সংগীত পরিবেশন করতে পেরে তিনি আপ্রুত । ঝুয়াং জিং বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা আমার জন্য অনেক সম্মানের বিষয় । আমি অনেক দিন ধরে ভারতীয় সঙ্গীত শিখছি। আমার ভারতীয় নাম সঙ্গীতা,এবং আমি মিনজু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি ।’
প্রসঙ্গত,বেশ কয়েক বছর আগে ভারত সফর করেন ঝুয়াং জিং । আর তখনই তিনি ভারতীয় ধ্রুপদি সঙ্গীতের সাথে গভীরভাবে আকর্ষিত হন । মিনসু বিশ্ববিদ্যালয় এবং চীনের কেন্দ্রীয় সংরক্ষণাগারের শিক্ষক ঝুয়াং জিং ১৮ বছর আগে পিএইচডি করার সময় তবলা নিয়ে গবেষণা শুরু করেছিলেন । উস্তাদ আকরাম খান এবং সঞ্জীব দাসের কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি তবলা নিয়ে গবেষণা শুরু করেছিলেন । তার সহশিল্পীরাও তিনি বহু বছর ধরে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য শিখছেন। চীনা সঙ্গীতশিল্পী ঝুয়াং জিং (সঙ্গীতা) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এনিয়ে চতুর্থবারের মতো সাক্ষাৎ করলেন ।।