এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২২ অক্টোবর : শনিবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০ তম জাতীয় কংগ্রেসের সমাপনী অধিবেশনে সংবিধানের কিছু সংশোধনী সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । কংগ্রেস ২০ তম সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং ২০ তম সিপিসি কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনকে নির্বাচিত করেছে এবং ১৯ তম সিপিসি কেন্দ্রীয় কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের কাজের প্রতিবেদনের উপর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে ।চীনা কমিউনিস্ট পার্টির সংবিধানে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা, সেইসাথে তার সনদে ৬৯ বছর বয়সী শি জিনপিংয়ের মুখ্য ভূমিকা অন্তর্ভুক্ত করে তৃতীয় বারের জন্য তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় । চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং তিনজন বরিষ্ঠ কর্মকর্তাকে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়েছে । প্রতি পাঁচ বছর অন্তর বেইজিংয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করলে শি জিংপিং ।
তবে শুরুতেই একটি নাটকের স্বাক্ষী থাকলেন সাংবাদিকেরা । জিংপিংয়ের পূর্বসূরি ৭৯ বছর বয়সী হু জিনতাওকে (HuJintao) টিভিতে লাইভ চলাকালীন সিসিপি শীর্ষ সম্মেলন থেকে টেনে বের করে দেওয়া হয় । ওই বৃদ্ধ নেতা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পাশেই বসেছিলেন । তখন দু’জন কর্মকর্তা এসে তাঁকে হাত ধরে টেনে হল ঘর থেকে কার্যত টেনে বের করে দেয় । হু জিনতাও ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন । জিংপিংয়ের সঙ্গে মত বিরোধের কারনেই তাঁকে বৃদ্ধ বয়সে নিজের দলের কাছে হেনস্থার শিকার হতে হল বলে মনে করা হচ্ছে । বৃদ্ধ হু জিনতাওয়ের প্রকাশ্যে এভাবে অসম্মানের কারনে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে । যদিও এর ব্যাখ্যা দেয়নি চীনের কমিউনিস্ট পার্টি ।।