এইদিন ওয়েবডেস্ক,১৫ ডিসেম্বর : রিপোর্টার্স উইদাউট বর্ডারস ১৪ ডিসেম্বর বুধবার সারা বিশ্বে সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে । রিপোর্ট অনুযায়ী,চলতি বছর ৪৭ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, ৬৫ সাংবাদিক অপহৃত হয়েছেন, ৫৩৩ সাংবাদিক কারাগারে এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন । ২০২১ সালের সাথে ২০২২ সালের তুলনা করলে দেখা যায় যে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ১৩.৪ শতাংশ বেড়েছে । ফ্রান্স ভিত্তিক এই সংস্থার মতে, বিশ্বে কারাবন্দি সাংবাদিকদের ১৫ শতাংশই নারী । সবচেয়ে বেশি জেলে থাকা সাংবাদিকদের তালিকায় শীর্ষে রয়েছে চীন । বর্তমানে ১১০ জন সাংবাদিক চীনের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে । তারপরে রয়েছে মিয়ানমার (৬২), ইরান (৪৭), ভিয়েতনাম (৩৯) এবং বেলারুশ (৩১)।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস সংস্থা আরও বলেছে, ৬০ শতাংশ সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে আপাত শান্তিতে থাকা দেশগুলিতে । আমেরিকা মহাদেশকে ২০২২ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলা হয়েছে । এই মহাদেশে ২০২৩ সালে নিহত সাংবাদিকদের ৪৭.৪ শতাংশের জন্য দায়ী বলে দাবি করা হয়েছে । তবে চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তালিবান শাসিত আফগানিস্তানকে তালিকার বাইরে রাখা হয়েছে । বলা হচ্ছে, ২০২২ সালে আফগানিস্তানের মিডিয়া এবং সাংবাদিকরা বিভিন্ন সেন্সরশিপ, হুমকি এবং বিধিনিষেধের মুখোমুখি হয়েছে আফগানিস্তানে । ইরানের প্রতিবাদ ক্র্যাকডাউন বিশ্বব্যাপী কারাগারে আটক সাংবাদিকদের সংখ্যা রেকর্ড উচ্চে ঠেলে দিতে সাহায্য করেছে, বলে মনে করছে সংস্থাটি । ইরানে বর্তমানে কারাগারে থাকা ৪৭ জন সাংবাদিকের মধ্যে, ২২ বছর বয়সী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর প্রতিবাদে সেপ্টেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
ইরান একমাত্র দেশ যা গত বছর তালিকার অংশ ছিল না । ববর্তমানে চীন এবং মায়ানমারের পাশাপাশি সর্বাধিক সাংবাদিক বন্দী তিনটি দেশের মধ্যে একটি ।।