এইদিন ওয়েবডেস্ক,বেজিং,৩০ অক্টোবর : উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের চরম সীমা লঙ্ঘন করেছে তথাকথিত কমিউনিস্ট রাষ্ট্র চীন । দেশের ডিটেনশন ক্যাম্পে জবরদস্তি বন্দি করে রাখা উইঘুর মুসলিমদের লিভার ও কিডনি বিক্রি করে শি জিংপিং সরকার বছর ভর লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করছে বলে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র ‘হেরাল্ড সান’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
প্রতিবেদক এরিক হ্যাগশো(Eric Hagshaw) তাঁর প্রতিবেদনে লিখেছেন,চীন প্রতিটি সুস্থ লিভার কালোবাজারে বিক্রি করছে ১ কোটি ২০ লাখ টাকায় । আর অঙ্গপ্রত্যঙ্গের কালোবাজারি করে বছরে চীনের কোষাগারে ঢুকছে ৭৫ বিলিয়ন টাকা ।
শুধু মানব অঙ্গের কালীবাজারিই নয়, জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে । জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম ও তিব্বতের বাসিন্দাদের উপর কড়া নজরদারি রাখার জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তুলেছে শি জিংপিং সরকার । প্রতি ১০ উইঘুর পরিবারের উপর নজর রাখার জন্য একজন করে নিয়োগ করা হয়েছে । এদিকে তিব্বতিদের উপর নজর রাখার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । নজরদারির পাশাপাশি তিব্বতিদের এলাকার বাইরে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এরিক হ্যাগশোর কথায়, ‘এত নজরদারির পিছনে কারন,উইঘুর এবং তিব্বতিদের ধর্মীয় পরিচয় শেষ করে দিয়ে তাদের উপর নিজেদের সংস্কৃতি জবরদস্তি চাপিয়ে দিতে চাইছে চীন ।’
প্রসঙ্গত,চীনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই প্রথম নয় । ইতিপূর্বেও ডিটেনশন ক্যাম্পে বন্দিদের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগ উঠেছিল । চলতি বছরের প্রথম দিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন (UNHRC) চীনের উইঘুর, তিব্বতি, মুসলিম এবং খ্রিস্টানসহ সংখ্যালঘুদের অঙ্গ জোর করে বের করে নিয়ে পাচারের অভিযোগ তুলেছিল । এনিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন মানবাধিকার বিশেষজ্ঞরা ।।