এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২৩ ফেব্রুয়ারী : চীনের কয়লা খনিতে ধসের জেরে ২ জনের মৃত্যু হয়েছে । এখনো আটকে আছে অন্তত ৫০ জন শ্রমিক । বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমনই জানানো হয়েছে । তবে নিখোঁজদের মোট সংখ্যা ৫৭ জন বলে দাবি করেছে অন্য গণমাধ্যমগুলো । চীনের উত্তরাঞ্চলের আলক্সা লিগের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ার একটি খনিতে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ৷ বুধবার বিকেলের দিকে কয়লা উত্তোলনের সময় আচমকা ধস নামে । উদ্ধারকারী দল ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয় । তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয় । ধসের ফলে খনি এলাকায় থাকা যানবাহনগুলো মাটি চাপা পড়েছে । চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ।
মঙ্গোলিয়া এলাকা কয়লা ও এবং অন্যান্য খনিজ খনিজ সম্পদের জন্য পরিচিত । সেখানকার জিনজিং কোল মাইনিং কোম্পানিতে ঘটনাটি ঘটে । সিসিটিভির ফুটেজে দেখা গেছে,কোম্পানির একটি শ্যাফটের পুরো এলাকা ধসে পড়ছে। এসময় অনেকের সাথে যানবাহনগুলোও চাপা পড়েছে। সেই সময় খনির অভ্যন্তরে শ্রমিকরা কাজ করছিল । ফলে তারা ভূগর্ভে আটকে পড়ে ।
প্রসঙ্গত,মঙ্গোলিয়ায় লাগামহীন খননের ফলে পাহাড়সহ মরুভূমির অনেকটা ধ্বংস হয়ে গেছে । প্রায়ই কোনো না কোনো খনিতে ধসের ঘটনা ঘটে । গত বছর ডিসেম্বরে জিনজিয়াংয়ে একটি সোনার খনি ধসে প্রায় ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগের বছরউত্তর শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ধস নামে । যদিও থেকে ২০ খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ।।