এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৩ ডিসেম্বর : গত শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের এলএসির কাছে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল । সংঘর্ষে দু’পক্ষের বেশ কিছু সেনা আহত হয় । এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন,’চীনের পিএলএ জওয়ানরা স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল। আমাদের সেনাবাহিনী চীনা সৈন্যদের তাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আমাদের সৈন্য মারা যায়নি বা কোনও ভারতীয় সৈন্য গুরুতর আহত হয়নি ।’
ভারতের পাশাপাশি এনিয়ে এবার মুখ খুললো চীন ।তাওয়াং সেক্টরের গোটা ঘটনার জন্য ভারতের ঘাড়েই দোষ চাপিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মুখপাত্র । তাঁর অভিযোগ, ‘ভারতীয় সেনাবাহিনী অবৈধভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অতিক্রম করেছিল । আমাদের প্রতিক্রিয়া জোরদার ছিল । যে কারনে পুরো বিষয়টিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে ।’ পাশাপাশি চীনের বিদেশ মন্ত্রণালয়ও এক লাইনের বিবৃতি জারি করে বলেছে যে এলএসির পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে। চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, দুই পক্ষ রাজনৈতিক ও সামরিক মাধ্যমে আন্তঃসীমান্ত ইস্যুতে মসৃণ যোগাযোগ বজায় রেখেছে । তবে তিনি ওয়াং ইয়াংজি নদীতে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে গত ৯ ডিসেম্বরের সংঘর্ষের বিবরণ দিতে অস্বীকার করেন ।।