নিজস্ব প্রতিনিধি,কালনা,০৭ জানুয়ারী : ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল কালনার পুরবিতান শিশু উদ্যান । কালনার যোগীপাড়ায় রয়েছে ওই শিশু উদ্যানটি । বৃহস্পতিবার আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ট্রয়ট্রেন,ম্যাজিক রুম,ও মনোরঞ্জনের আনুষঙ্গিক সমস্ত যন্ত্রপাতি । খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও তাতে জল ছিল না বলে অভিযোগ । যদিও দমকলের আধিকারিকের দাবি টেকনিক্যাল ত্রুটির কারণেই ইঞ্জিন বিকল হয় । এই কারণেই বিপত্তি ঘটেছে ।
এদিকে এই ঘটনার জেরে দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । পরে ফের একটি ইঞ্জিন আসে। ততক্ষনে আগুনের গ্রাসে ছাই হয়ে যায় সমগ্র শিশু উদ্যানটি । আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কানলার পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগ । এই বিষয়ে তিনি বলেন,‘কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে । করোনা মহামারীর জেরে প্রায় নয়মাস ধরে পার্কটি বন্ধ রয়েছে । যদিও কর্মচারীরা তার দেখভাল করেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে।পার্কটিতে শিশুরা সহ বয়স্করাও যান ।আমার উদ্যোগেই তৈরী হয়েছিলো পার্কটি । আগের অবস্থায় পার্কটি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’