এইদিন স্পোর্টস নিউজ,০৮ এপ্রিল : ফের রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার ছেলেমেয়েরা । প্রতিযোগিতায় অংশগ্রহন করা ২৫ জন ছেলেমেয়ে এনে দিল মোট ৪০ টি পদক । তার মধ্যে রয়েছে ১৪ টি সোনা, ৫ টি রুপো ও ২১ টি ব্রোঞ্জ । পদক বিজয়ীদের মধ্যে রয়েছে মেঘনা রয়, অয়নতিকা সাহা, বৈদ্যুতি মন্ডল, শ্রেয়সী ঘোষ, রিয়ানা মল্লিক, পৌলমি মজুমদার, মেঘা পাল, মনীষা লাহা, সুদীপ্তা ঘোষ আহির, আয়ুষ পোদ্দার, সাকিব আঞ্জুম শেখ, শেখ মোহব্বত, সোহান মুখার্জ্জী এবং সৌগত সিংহ ।
গত ৫ ও ৬ এপ্রিল হাওড়ার আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে বসেছিল “ওয়েস্ট বেঙ্গল সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এর আসর । রাজ্যের প্রায় ১,৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো এসোসিয়েশনের সচিব সেনসেই দেবনীল মন্ডল বলেন, পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ২৫ জন অংশগ্রহণ করে এবং তারা মোট ৪০ টি পদক জয়লাভ করেছে । ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । পূর্ব বর্ধমানের রেনসি দেবাশীষ কুমার মন্ডল ও সেনসেই ইতু ব্যানার্জ্জী বিচারক হিসেবে এবং সেনসেই অমিত পোদ্দার কোচ হিসেবে যোগদান করেছিল। দেবাশীষবাবু বলেন,’জেলা ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যে আমরা সকলে খুব খুশি ও আনন্দিত।’।
Children from Purba Burdwan again achieved success in the state karate championship