এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ এপ্রিল : মামার বিয়ের অনুষ্ঠানে এসে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া-১ ব্লকের উত্তর বালুপুর এলাকায় । বৃহস্পতিবার শিশুর দেহটি গ্রামে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । গ্রামবাসীরা বাইক আরোহীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে বালুপুরে রাজ্য সড়ক পথের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখে । পাশাপাশি রাস্তার উপর মৃত শিশুর দেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা । বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত না পুলিশ বাইক আরোহীকে গ্রেফতারের পাশাপাশি ঘাতক বাইকটিকে আটক করছে ততক্ষণ পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন । যদি শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে, মৃত শিশুর নাম গৌতম মন্ডল (৭) । তার বাড়ি কাঠিয়ার জেলার আমদাবাদ থানা এলাকায় । সে বাবা-মায়ের একমাত্র সন্তান । শিশুর মামার বাড়ি রতুয়া-১ ব্লকের উত্তর বালুপুর গ্রামে । শিশুর মামা বিপুল মন্ডলের বিয়ের অনুষ্ঠান ছিল গত রবিবার । তাই দিন কয়েক আগে বাবা মোহন মন্ডল ও মা ছায়াদেবীর সঙ্গে মামার বাড়ি এসেছিল ছোট্টো গৌতম ।
জানা গেছে,রবিবার দুপুরে এদিকে যখন মামার বিয়ের অনুষ্ঠানে যখন সবাই ব্যাস্ত ছিল তখন মামার বাড়ির সামনে সড়ক পথ পারাপার করছিল গৌতম । সেই সময হরিশ্চন্দ্রপুরের ফতেপুর থেকে রতুয়ার দিকে যাওয়া একটি বেপরোয়া গতির বাইক শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । শিশুটি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে । সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু বুধবার রাতে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন শিশুর দেহটি বালুপুরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা । টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখেন গ্রামবাসীরা । পাশাপাশি রাস্তার উপর শিশুর মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ চলে । অবরোধের জেরে তীব্র জানযটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ । শেষে পুলিশের আস্বাসে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় । পুলিশ জানিয়েছে,ঘাতক বাইকটি ও বাইক আরোহীর সন্ধান চালানো হচ্ছে ।।