এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠল কাটোয়া হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। এই ঘটনার মৃত শিশুর বাবা কাটোয়ার পানুহাট পূর্বপাড়ার বাসিন্দা অনয় চৌধুরী হাসপাতাল সুপারের কছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ।
জানা গেছে,গত শুক্রবার কটোয়ার একটি নার্সিংহোমে একটি পুত্রসন্তানের জন্ম দেন অনয় চৌধুরীর স্ত্রী কেয়া চক্রবর্তী (চৌধুরী) । রবিবার সদ্যজাত অসুস্থ হয়ে পড়লে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় । শিশুটিকে নিউ বর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয় । কিন্তু সোমবার দুপুর দুটো পর্যন্ত অসুস্থ সন্তানের কোনো চিকিৎসা পরিষেবাই দেওয়া হয়নি বলে অভিযোগ অনয়বাবুর । তিনি বলেন,’আমার স্ত্রী, শাশুড়ি মিলে এবং আর এক আত্মীয় মিলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বারবার অনুরোধ করলেও তাদের কোনো কথায় কর্নপাত করা হয়নি । এরপর সোমবার দুপুর ২-১৫ নাগাদ এক নার্স আমার স্ত্রীকে জানায় আমাদের বাচ্চা মারা গেছে ।’ তার অভিযোগ, চিকিৎসক ও নার্সদের গাফেলতির কারনেই তাদের সদ্যজাত সন্তান মারা গেছে । শুধু তাইই নয়,শিশুটির মৃত্যুর পর দেহটি বাড়িতে নিয়ে গিয়ে দ্রুত শেষকৃত্য সম্পূর্ণ করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ তার । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল ।।