এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মার্চ : প্রখ্যাত ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য দেওয়ার দাবি ঘিরে শাসকদল তৃণমূল ও বিরোধীদল বিজেপির মধ্যে ব্যাপক জলঘোলা হচ্ছে । তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ফলাও করে প্রচারও করা হয়েছে । কিন্তু জনৈক ব্যক্তি আরটিআই করলে অক্সফোর্ড জানায় যে মমতা ব্যানার্জির বক্তব্য দেওয়ার তথ্য তাদের কাছে নেই । এমতাবস্থায় লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ‘কেলগ কলেজ’ (Kellogg College) কর্তৃপক্ষ আগামী ২৭ মার্চ
বৃহস্পতিবার, কেলগ কলেজ হাবে বিকেল সাড়ে ৫ টা থেকে এক ঘন্টা ধরে মমতা ব্যানার্জির কথপোকথনের কথা জানিয়েছে । বলা হয়েছে যে উক্ত অনুষ্ঠানটি বিনামূল্যে আয়োজিত হবে । এই সমস্ত তথ্য প্রকাশ্যে নিয়ে এসে “তৃণমূলের মিথ্যাচার ফাঁস” করার দাবি করলেন বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি ।
তিনি তৃণমূল কংগ্রেসের (All India Tranamool congress) দুটি পোস্ট এক্স-এ শেয়ার করেছেন । তার মধ্যে ৬ মার্চের পোস্টে একটা ব্যানারে বড় হরফে লেখা হয়েছিল, “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে
২১ মার্চ লন্ডন সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়” । মূল পোস্টে লেখা হয়,’অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ন’ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সামনে আগামী ২৭ মার্চ ভাষণ দেবেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আগামী ২১ মার্চ লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বাংলার জন্য এ এক গর্বের মুহূর্ত। জয় বাংলা!”
কিন্তু দিন দুয়েক আগে ফের মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে লেখা হয়,’বিশ্বমঞ্চে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে, আগামী ২৭ মার্চ ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ন’ বিষয়ে বক্তব্য রাখতে চলেছেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নিন তাঁর লন্ডন সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের অনুষ্ঠানসূচি : ২৪ মার্চ ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান,২৫ মার্চ বিজিবিএস বৈঠক,২৬ মার্চ জি-টু-জি বৈঠক,২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য প্রদান।”
প্রতিক্রিয়ায় তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘তৃণমূলের মিথ্যাচার ফাঁস: অক্সফোর্ডের আমন্ত্রণ নয়, কেবল একটি কলেজে বক্তৃতা! সাম্প্রতিক পোস্টে তৃণমূল লিখতে বাধ্য হল মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস প্রচার করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন বক্তৃতা দিতে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এটি সত্য নয়।
এখন, তৃণমূল নিজেরাই তাদের আগের দাবি পরিবর্তন করে বলছে যে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘Kellogg College’-এ বক্তৃতা দেবেন। আর এখানেই তাদের মিথ্যাচার ধরা পড়ে গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেলগ কলেজ (Kellogg College, Oxford) এক নয়। কেলগ কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৩৮টি স্বায়ত্তশাসিত কলেজের একটি, যা বিশ্ববিদ্যালয়ের অংশ হলেও নিজস্ব পরিচয় ও বৈশিষ্ট্য বজায় রাখে। কেলগ কলেজ বিশেষভাবে একটি স্নাতকোত্তর কলেজ, যেখানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও, এর নিজস্ব চরিত্র ও একাডেমিক দৃষ্টিভঙ্গি রয়েছে। খুব সোজা ভাষায় বললে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোনো এক গ্রাজুয়েট কলেজে বক্তৃতা দেওয়া আর সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়া এক বিষয় নয়। কিন্তু তৃণমূল ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলে প্রচার করছিল, যেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখাতে পারে।
বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বক্তৃতা দেবেন Kellogg College-এ, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র কলেজ। ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য একটু সহজভাবে বললাম। যাইহোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে “শুভ নন্দন” Kellogg College-এ বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পাওয়ার জন্য!’