এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : সাম্প্রতিক বছরে “জয় শ্রীরাম” শ্লোগান শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম ক্ষিপ্ত হতে দেখা গেছে বেশ কয়েকবার৷ একবার তো তিনি কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে কার্যত মারমুখী হয়ে উঠেছিলেন ৷ কিন্তু মমতার গেরুয়া রঙেও আপত্তি ? হ্যাঁ….এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার অভিযোগ যে মুখ্যমন্ত্রীর ‘গেরুয়া রঙে সমস্যা’ থাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) ক্যাম্প নাকি দমকলের ইঞ্জিনের দুটি গাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ।
আরএসএস ক্যাম্পের সামনে দাঁড় করিয়ে রাখা দমকলের গাড়ির ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেন্দু লিখেছেন,’আজ পবিত্র ছট পর্বে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে পুজোর প্রস্তুতি চলছে। বহু হিন্দু সংগঠন শ্রদ্ধালুদের সহায়তায় গঙ্গার বিভিন্ন ঘাটে ক্যাম্প করে এই সময় সেবামূলক কাজ করেন। তেমন ই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে খিদিরপুরের দহিঘাটে শ্রদ্ধালুদের সেবার জন্য একটি ক্যাম্প করেছিলেন স্বয়ংসেবকরা। কিন্তু তাদের ক্যাম্প এর সামনে দুখানি দমকলের ইঞ্জিন রেখে ক্যাম্প ঢেকে দেওয়ার চেষ্টা হল। কারণ কি? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে আসবেন। তাঁর গেরুয়া রঙে সমস্যা আছে, তাই যাতে এই ক্যাম্প মুখমন্ত্রীর চোখে না পড়ে তাই এই ব্যবস্থা।’ তিনি মমতা ব্যানার্জিকে “মমতা সনাতন বিরোধী, হিন্দু বিরোধী” আখ্যাও দিয়েছেন ।
কিন্তু এত জায়গা থাকতে আরএসএস-এর ক্যাম্পের সামনে কেন দমকলের গাড়ি দাঁড় করাতে হল, এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো স্পষ্টিকরন পাওয়া যায়নি । ভিডিওতে দমকলের গাড়ির আগে ও পিছু খালি জায়গা দেখা গেছে যেখানেও গাড়ি পার্কিং করা যেত । এই কারনে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে ।।

