এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ শয্যার নবনির্মিত ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । জানা গেছে, কাটোয়া মহকুমা হাসপাতালে প্রসূতি, পুরুষ, মহিলা, শিশু সহ মোট ২৮৬ টি শয্যার অনুমোদন রয়েছে । কিন্তু অপরিসর জায়গার কারনে ২৫৬ টি শয্যা ছিল ।এদিকে পূর্ব বর্ধমান ছাড়াও, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা থেকে রোগীরা কাটোয়া হাসপাতালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা করাতে আসে । ফলে শয্যা সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছিল । যেকারণে সম্প্রতি ১০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয় । প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই চারতলা ভবনে ১৮ টি শয্যা সম্পন্ন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটি থাকছে বলে জানা গেছে ৷
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ওই ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । সেই সময় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিৎ দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়াংখেড়ে, হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল প্রমূখ।।