এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৪ মার্চ : বিজেপিকে দুরাচারী-রাবন-দুর্যোধন- দুঃসাশনের দল বলে আক্রমন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘আমি যা বলি তা করি । করে দেখিয়েছি । তোমরা একটাও করে দেখাওনি । শুধু মিথ্যা কথা বলো । ওরা বলছে সরকারী চাকুরীজীবীদের সপ্তম পে কমিশন দেবে । ত্রিপুরায় কি করেছ ? সরকারে এসে প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি তুলে দিয়েছ । আজ গ্রুপ ডির চাকরিও এজেন্সিকে দিয়ে দিয়েছ । সব বেসরকারি । ৫ টা সরকারি এজেন্সিকে বেসরকারিকরন করেছ । নির্বাচনের আগে বলেছিলে দশ হাজার শিক্ষককে স্থায়ীকরন করা হবে । সব ঘার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ । মানুষ ভয়ে আন্দোলন করতে পারে না ।’ এরপর তিনি বিজেপিকে আক্রমন করে বলেন, ‘মিথ্যাবাদীর দল । চোরেদের দল । ডাকাতদের দল । কুৎসাকারীদের দল । দুরাচারীর দল । রাবনের দল । দুর্যোধনের দল । দুঃশাসনের দল । ভারতবর্ষের একটা জঘন্য দল ।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘সিপিএমের হার্মাদরা বিজেপিকে হাতে করে নিয়ে এসেছে । যারা সিপিএম করত তারাই আজকে বিজেপি করছে ।’ এরপর তিনি দলত্যাগীদের নিশানা করে বলেন, ‘আমাদের দু’একটা গদ্দার গেছে । তারা অনেক টাকা করেছে । ভাবছে টাকাগুলো লুকোবার জন্য বিজেপিকে ভাগ দিতে হবে । যাও,গেট আউট । চোরেদের থেকে আমার শুন্য গোয়াল ভালো । আমি ভালো লোকেদের নিয়ে কাজ করব ।’
বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেডিয়ামে দলের এক নির্বাচনী জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীকে কার্যত তুলোধোনা করেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদির তিনটে সিন্ডিকেট । একটা অমিত শাহ, একটা নরেন্দ্র মোদি আর একটা আদানি । সব চাষের জমি লুট করে নিয়ে চলে যাবে আদানি । সব ফসল লুট করে নিয়ে যাবে । আলু,পেঁয়াজ লুট করে নিয়ে যাবে । নরেন্দ্র মোদি খাবে । অমিত শাহ খাবে । আর ওই আদানি খাবে । আর দেশের বাদবাকি মানুষ কেঁদে কেঁদে বেড়াবে।’
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ‘উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে এরাজ্যে পাঠিয়ে দিচ্ছে বিজেপি । ওই সমস্ত গুন্ডারা কপালে তিলক কেটে,গেরুয়া ড্রেস পড়ে,পান মশলা চিবোতে চিবোতে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে ।’
একই সঙ্গে এদিন তৃণমূল নেত্রী উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের বলেন, ‘টাকা নিয়ে ভোট দেবেন না। পাপ হবে কুষ্ঠ হবে । ওদের টাকা পাপের টাকা ।’
রাজ্যের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘বড়জোড়া-বাঁকুড়া দিয়ে পুরুলিয়ার রঘুনাথপূর পর্যন্ত নতুন রাস্তা তৈরী হবে। ৭২ হাজার কোটি টাকা দিয়ে শিল্প যাবে। ঘরে ঘরে শিল্প যাবে।’ এরপরে সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘বিজেপির সঙ্গে ডিল করবেন না। আগের বার আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন । এবারের মুল্যবান ভোটটা জোড়া ফুলে দেবেন ।’।