এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,১২ ডিসেম্বর : ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের পর রাজস্থানে চমক দিল বিজেপি । মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হল ভজনলাল শর্মার । উপমুখ্যমন্ত্রী হবেন দিয়া কুমারী ও প্রেমচাঁদ ভৈরওয়া । রাজ্য বিধানসভার স্পিকার হবেন থাকবেন বাসুদেব দেবনানী । আজ মঙ্গলবার রাজস্থানের রাজধানী জয়পুরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বিধানসভা দলের বৈঠকে ভজনলাল শর্মার নাম পাঠ করেন বসুন্ধরা রাজে ।
ভজনলাল শর্মা এবিভিপি দিয়ে যাত্রা শুরু করেন। পরে তিনি চারবার বিজেপি রাজস্থানের সাধারণ সম্পাদক হন । এবিভিপি দিয়ে শুরু। তাকে মুখ্যমন্ত্রী করার জন্য আরএসএস থেকে জোরালো সমর্থন ছিল । ভজনলাল শর্মাকে প্রার্থী তালিকা থেকে বাদ দিতে বসুন্ধরা চেষ্টা করেছিলেন বলেও জল্পনা উঠেছিল । যদিও শেষ পর্যন্ত দল তাকে সাঙ্গানারের প্রার্থী করে । প্রথমবার ভোটে লড়াই করে বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন ভজনলাল শর্মা । তবে তাকে মুখ্যমন্ত্রী করার পিছনে অন্য অঙ্ক রয়েছে বিজেপির । ভজনলাল শর্মা ব্রাহ্মণ সম্প্রদায়ের এবং রাজস্থানে ব্রাহ্মণদের যথেষ্ট প্রভাব আছে । ২০২৪ লোকসভা নির্বাচনে ব্রাহ্মণ সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে সুরক্ষিত রাখতেই নরেন্দ্র মোদী-অমিত শাহরা ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল । এছাড়া রাজপুত সম্প্রদায়ের দিয়া কুমারী এবং তফসিলি জাতি সম্প্রদায়ের প্রেমচাঁদ ভৈরওয়াকে উপমুখ্যমন্ত্রী করার পিছনে বিজেপির থিঙ্কট্যঙ্কের একই উদ্দেশ্য কাজ করছে বলে মনে করা হচ্ছে ।।