এইদিন ওয়েবডেস্ক,কলকাতা ১২ ডিসেম্বর : ১৩ ও ১৪ ডিসেম্বর এই দু’দিনের সফরে গোয়া গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার সন্ধ্যার মুখেই গোয়ায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী । বেশ কিছু স্থানীয় নেতানেত্রীরা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান । অবশ্য মুখ্যমন্ত্রী রওনা হওয়ার আগেই গোয়ার উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সু্প্রিয় । জানা গেছে,গোয়াতে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার বেলা একটার সময় গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী । আলোচনা সভার পর গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন । এরপর একটি জনসভা রয়েছে তাঁর । পরের দিন মঙ্গলবারেও পরপর দুটি জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে একটি পনজিমে, অপর জনসভাটি রয়েছে আসানোরাতে । ওই জনসভাগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাবুল সু্প্রিয়রাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রীর গত বারের গোয়া সফরে তৃণমূলের আখেরে লাভই হয়েছিল । মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নাফিসা আলি । এ বারের বেশ কয়েক রাজনৈতিক ব্যক্তিত্বের তৃণমূলের যোগদান করতে পারে বলে খবর । প্রসঙ্গত, সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন । তাই তার আগে দলের সংগঠনকে একটা মজবুত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কার্যত উঠেপড়ে লেগেছে ঘাসফুল নেতৃত্ব ।।