এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ আগস্ট : রাজ্যের কোষাগারে যে তীব্র অনটন চলছে সেটা প্রায়ই শুনতে পাওয়া যায় । এই সঙ্কটের মাঝেই মসজিদের ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সোমবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেমদের সভায় অংশ গ্রহন করেন মুখ্যমন্ত্রী । পরে তিনি নিজের ফেসবুক পেজে লেখেন,’আজকের এই বিশেষ দিনে, ইমাম- মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে দিলাম ।’ প্রসঙ্গত,পশ্চিমবঙ্গে প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম রাজ্য সরকারের প্রদত্ত এই ভাতা পেয়ে আসছেন । এর আগে ইমামদের প্রাপ্ত ভাতা ছিল মাসিক ২৫০০ টাকা, মোয়াজ্জেমদের ১০০০ টাকা । এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এবার থেকে ইমামরা মাসে ৩০০০ এবং মোয়াজ্জেমরা পাবেন মাসে ১৫০০ টাকা করে পাবেন । এর বাইরে ইমাম-মোয়াজ্জেমদের ক্রেডিট কার্ড প্রকল্পে পাঁচ লাখ টাকা করে ঋণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এমনকি ব্যাঙ্কে ঋণ প্রাথীর সিকিউরিটি মানি বাবদ ২৫ হাজার রাজ্য সরকার দেবে এবং রাজ্য সরকারই গ্যারেন্টারও থাকবে বলে তিনি জানান ।
এছাড়া আরও ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য সার্ভে করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী সভায় বলেন,’এর আগে ৩০৭ টি মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। আরও ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য সার্ভে করা হচ্ছে । এছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পায়না এমন অনেক খারিজি মাদ্রাসা আছে । আমরা সেই সব মাদ্রাসা গুলিকে স্বীকৃতি দিতে চাই । আপনারা নাম নথিভুক্ত করুন ।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দেন,’আপনি কী পড়াবেন, তাতে হস্তক্ষেপ করব না ।’
নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লিখেছেন,’আমি গর্বিত কারণ, ভারতবর্ষে সংখ্যালঘু স্কলারশিপ প্রদানে বাংলা এক নম্বর। রাজ্যে ৬০৫টি সংখ্যালঘু হোস্টেল তৈরি করা হয়েছে যার মধ্যে ৪৩৩টি ইতিমধ্যেই চালু হয়েছে। হোস্টেলে থাকা প্রত্যেকটি ছাত্রকে ১০ হাজার টাকা মেইনটেনেন্স ভাতা প্রদান করা হয়। সংখ্যালঘু এলাকায় ৩৯টি আইটিআই, ৮টি পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে যার মধ্যে ২৭টি আইটিআই এবং ৫টি পলিটেকনিক কলেজ চালু হয়েছে। ৬১৪টি মাদ্রাসায় ৬,১৫২ জন শিক্ষক এবং ৪৩৩ জন অশিক্ষক কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে। আরো ৪,৭০০ জন শিক্ষক এবং ১,০০০-এর বেশি অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ৫৫১ কোটি টাকা দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে। উর্দু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি প্রদান করা হয়েছে। শেষ ১২ বছরে ৩৬,০০০ সংখ্যালঘু শিক্ষার্থীদের ২৪৬ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। বিদ্রোহী কবি নজরুল ইসলামের বাড়ি মানোন্নয়নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’
তবে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের প্রতি দরাজ হস্ত হলেও দুর্গাপূজা কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে কৌতূহল জিইয়ে রাখেন মুখ্যমন্ত্রী ।।