এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৬ নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত যুবকের চোখ বের করে নেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে । আজ মঙ্গলবার মৃতের পরিবার পরিজনরা হাসপাতালের মর্গের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । সেই সময় বনগাঁ থেকে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তাকে ঘিরেও প্রবল বিক্ষোভ দেখান ক্ষিপ্ত পরিবার । এছাড়া অনেক তিক্ত কথার শুনতে হয় মুখ্যমন্ত্রীকে । কেউ বলেন,”দিদি একবার গাড়ি থেকে নেমে দেখে যান আপনার সুপার স্পেশালিটি হাসপাতালের কি দশা ।’ যদিও মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামেননি । পরে প্রচুর পুলিশ গিয়ে সংবাদ মাধ্যমকে সেখান থেকে সরিয়ে দেয় ।
তবে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি । তিনি বলে,সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে । পাশাপাশি মৃত যুবকের মাকে চাকরি দেওয়া হবে, প্রথমে তাঁকে মাসিক ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে পরবর্তীতে তাঁকে স্থায়ী পদে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় ১০-১৫ মিনিট মৃতের পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে রওনা দেয় ।
এদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছে রাজ্য বিজেপি । বিক্ষোভের মুহুর্তের ভিডিও রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখা হয়েছে,”কামদুনির ধর্ষিতার ন্যায়বিচার চাইতে নামা প্রতিবাদীরা হোক, বেলপাহাড়ির গরিব কৃষক শীলাদিত্য হোক, খিদিরপুরে আগুনে সব হারানো অসহায় ব্যবসায়ীরা হোক অথবা বারাসাত মেডিক্যাল কলেজে মৃতদেহের চোখ-বালা চুরি হওয়া সেই শোকাহত পরিবার হোক – মমতা ব্যানার্জির কাছে সবার জন্য একটাই দাওয়াই: কন্ঠরোধ!গণতন্ত্রের নামে প্রহসন চলছে বাংলায়, প্রতিবাদ করলেই কন্ঠরোধ করা হচ্ছে আমজনতার।আসুন সংবিধান দিবসের প্রাক্কালে আমরা শপথ নিই- বাংলায় আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো।”

