এইদিন ওয়েবডেস্ক কলকাতা,০১ ফেব্রুয়ারী : রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মাত্রা নিল । এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে সোশ্যাল মিডিয়া সাইট ‘টুইটার’-এ ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করার পর মুখ্যমন্ত্রী এর কারন ব্যাখ্যা করে জানিয়েছেন,মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে তাঁর সরকারের বিরুদ্ধে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিয়মিত পোস্টগুলির দ্বারা তিনি ‘বিরক্ত’ । তাই এই সিদ্ধান্ত নিয়েছেন । সেই সঙ্গে তিনি বলেন, ‘মুখ্যসচিব এবং পুলিশ মহাপরিচালককে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন রাজ্যপাল । ধনখড়কে অপসারণের অনুরোধ জানিয়ে বেশ কয়েকটি চিঠি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম । কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ।’
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা ট্যুইটারে ব্লক হওয়ার পরে রাজ্যপাল ধনখড় একটি টুইট করেন । তাতে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো মেসেজটি শেয়ার করেছেন । রাজ্যপাল লিখেছেন, ‘সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা এবং সম্প্রীতি গণতন্ত্রের সারমর্ম ও চেতনা এবং সংবিধানের ম্যান্ডেট । এটি পারস্পরিক শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে প্রকাশিত হতে পারে ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আপনার প্রতি আমার সব সময় সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান আছে । আমি নিশ্চিত আপনি এই বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করবেন ।’।