এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২২ মার্চ : হানাদার আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে নাগপুরে হিংসা ছড়িয়ে পড়ার পর কঠোর অবস্থান নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। দেবেন্দ্র ফড়নবিশ আজ শনিবার (২২ মার্চ, ২০২৫) বলেছেন যে দাঙ্গায় যে ক্ষতি হয়েছে তা দাঙ্গাবাজদেরই তার ক্ষতিপূরণ দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন,’যাবতীয় ক্ষতির অর্থ আমরা আদায় করব। যদি তারা টাকা না দেয়, তাহলে তাদের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে।’ বুলডোজারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘মহারাষ্ট্রে নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে, যেখানেই প্রয়োজন হবে, বুলডোজার ব্যবহার করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।’
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে এখন পর্যন্ত ১০৪ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জন নাবালকও রয়েছে। তিনি জানান যে নাগপুর হিংসা সম্পর্কিত ৬৮ টি উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের লোকদেরও সহ-অভিযুক্ত করা হবে। তিনি বলেন, হিংসায় মালেগাঁওয়ের কিছু দলের সমর্থন প্রকাশ পেয়েছে।
মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ অফিসারের শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন যে তাকে শ্লীলতাহানি করা হয়নি বরং পাথর ছোঁড়া হয়েছিল। দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেছেন যে নাগপুরের ৮০% এলাকা শান্তিপূর্ণ এবং ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে। ইতিমধ্যে, নতুন সিসিটিভি স্থাপনের প্রস্তুতিও চলছে। এই উপলক্ষে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০শে মার্চ নাগপুর আসছেন এবং তাঁর কর্মসূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী ৩০ মার্চ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে পৌঁছাবেন। এদিকে, নাগপুরের ডেপুটি কমিশনার লোহিত মাতানি জানিয়েছেন যে সংখ্যালঘু ডেমোক্র্যাটিক পার্টির হামিদ ইঞ্জিনিয়ার এবং এনএনটিভির মালিক মোহাম্মদ শাহজাদকে হিংসা উস্কে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।।