এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ নভেম্বর : রাজ্যে বামফ্রন্ট আমলের মন্ত্রী আবদুস সাত্তারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মন্ত্রীত্বের পাশাপাশি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার পদমর্যাদায় নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন যে বিগত লোকসভা ভোটে হিন্দু ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করা এবং আরজি কর ধর্ষণ-খুন কান্ডের আন্দোলনে ভুল পথে পরিচালিত করে রাজ্য সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য সিপিএমকে এটা মমতা ব্যানার্জির পুরষ্কার । পাশাপাশি তিনি ‘তৃণমূল মার্ক্সবাদী কম্বো’ বলেও কটাক্ষ করেছেন ।
মঙ্গলবার(৫ নভেম্বর) পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা বিজ্ঞপ্তিটি (No. 256/Secy./MAME/2024) এক্স-এ শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । রাজ্য সরকারের সচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের সহযোগী অধ্যাপক এবং প্রাক্তন মন্ত্রিপরিষদ মন্ত্রী ডঃ আবদুস সাত্তারকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাজ্যপাল মন্ত্রিসভার পদমর্যাদায় নিযুক্ত করে আনন্দিত। প্রতিমন্ত্রী ডঃ আবদুস সাত্তার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বিভাগকে রাজ্যের সংখ্যালঘুদের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কিত সমস্ত বিষয়ে পরামর্শ ও সহায়তা করবেন।’ তাতে আরও লেখা হয়েছে,’তিনি রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রীর মত গ্রহণযোগ্য ভাতা পাওয়ার অধিকারী হবেন। নিয়োগের শর্তাবলী আলাদাভাবে জারি করা হবে। ডাঃ সাত্তার বর্তমানে যে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে পূর্বস্বত্ব পাওয়ার পর উপরোক্ত পদে যোগ দিতে পারেন।’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,”ফিশ ফ্রাই পলিটিক্স” এর মতো গন্ধ । সনাতানি ভোট বিভক্ত করার জন্য এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টিএমসি পার্টিকে ১২ টি সংসদীয় আসনে বিজয়ী হতে সাহায্য করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে আরজি কর মামলায় স্বতঃস্ফূর্ত জন আন্দোলনকে ভুল পথে পরিচালিত করে পশ্চিমবঙ্গ সরকারকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য , মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর আবদুস সাত্তারকে নিয়োগ দিয়ে তার গুরুত্বপূর্ণ ইন্ডি(INDI) মিত্রে ভূষিত করেছেন; বামফ্রন্ট সরকারের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন, কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তার নতুন প্রধান উপদেষ্টা। টিএমসি-মার্ক্সবাদী কম্বো ।’।