এইদিন ওয়েবডেস্ক,সামশেরগঞ্জ(মুর্শিদাবাদ),২৬ এপ্রিল : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদারের বিষপান করে আত্মঘাতী হওয়ার ঘটনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে । অভিযোগ, মালাদেবীকে প্রধান করার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন নিমতিতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলামসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী । আর এই বিষয়টি মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খোলসা করেন খোদ বিশ্বনাথবাবু । তাকে বলতে শোনা যায়, এই ঘটনার পিছনে সামিউল হক ও মইদুল ইসলাম ছাড়াও দুই গ্রাম পঞ্চায়েত সদস্য মিলে একটি চক্র রয়েছে বলে তিনি দাবি করেন । ওই চক্রটির ফাঁদে পড়ে তার স্ত্রী,বড় বউদি, মেজো বউদি এবং শালিকার গহনা বন্ধক রাখতে হয়েছে স্থানীয় এক স্বর্ণকারের কাছে । এমনকি ওই চক্রটির চাহিদা মেটাতে ২-৩ জনের কাছে নগদ টাকাও ধার করতে হয়েছে । এখন ওই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য তার নেই । এই কারনে তিনি হতাশায় বিষপান করে আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি ।
জানা গেছে,বিষপান করার অব্যবহিত পরেই গুরুতর অসুস্থ বোধ করতে শুরু করেন বিশ্বনাথ হালদার । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া । অবশেষে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এদিকে বিশ্বনাথ হালদারের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায় । যদিও বিশ্বনাথ হালদারের অভিযোগ অস্বীকার করেছেন সামিউল হক ও প্রধান মইদুল ইসলাম । তাদের দাবি,নিহত ব্যক্তিকে তারা একাধিক সময়ে আর্থিক সাহায্য করেছেন । তবে এই ঘটনায় নিহতের পরিবারের তরফে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি ।।