দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ অক্টোবর : বিশ্বশান্তি ও বিশ্বকে করোনামুক্তির প্রার্থনায় ‘চাতুম্মার্স্য ব্রত উদযাপন’ করছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের সোঁয়াই গ্রামে সোমেশ্বর মঠ কর্তৃপক্ষ । চলছে অখন্ড হরিনাম সংকীর্তন । পাশাপাশি ১৫ দিন অন্তর অর্থাৎ মাসে ২ বার আশ্রমের হরিনামের দল পুরো এলাকা পরিভ্রমণ করছে । এছাড়া প্রতি দিনই অন্ন ভোগের ব্যাবস্থা করা হচ্ছে আশ্রমে ।
শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথের আদর্শ মেনে আউশগ্রামের সোঁয়াই গ্রামে বেশ কয়েক বছর আগে সোমেশ্বর মঠের প্রতিষ্ঠা করা হয় । সারা বছর বিভিন্ন পূজো পার্বনে আশ্রমে পূজানুষ্ঠানের আয়োজন করা হয় । আশ্রমের শিষ্যরা ছাড়াও বহু স্থানীয় গ্রামবাসী ওই সমস্ত পূজোয় অংশগ্রহণ করেন । সম্প্রতি আশ্রমের তরফ থেকে ‘চাতুম্মার্স্য ব্রত উদযাপন’-এর উদ্যোগ নেওয়া হয়েছে ।
আশ্রমের কর্মকর্তা স্মৃতিকান্ত মণ্ডল বলেন, ‘আমাদের সোমেশ্বর মঠে চার মাস ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন চলবে । শুরু হয়েছে ২৪ জুলাই গুরুপূর্নিমার দিন থেকে । শেষ হবে ১৯ নভেম্বর রাস পূর্ণিমার দিন । তার সাথে দু’বেলা অন্ন ভোগের ব্যাবস্থা করা হয়েছে ।’ তিনি বলেন, ‘বিশ্ববাসীকে করোনা থেকে রক্ষা করা এবং বিশ্বজুড়ে চলা হানাহানি, খুনোখুনির হাত থেকে মানুষ যাতে পরিত্রাণ পায় তার জন্য আশ্রমে নামযজ্ঞ শুরু করেছি ।’।