এইদিন ওয়েবডেস্ক,বিষ্ণুপুর(বাঁকুড়া),১৩ মার্চ : চার্জে বসানো ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে গেল পাকা বাড়িতে । শেষ পর্যন্ত প্রতিবেশীদের তৎপরতায় প্রাণ বাঁচলো ৩ শিশুসহ ১১ সদস্যের প্রাণ । রবিবার ভোরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের শালবাগান এলাকার । খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
জানা গেছে,বিষ্ণুপুর শহরের শালবাগান এলাকার বাসিন্দা গুইরাম প্রতিহারের বাড়িতে এদিন ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । তাঁর দু’তলা পাকা বাড়ি রয়েছে । গুইরামবাবুর দুই ছেলে । ছেলেরা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন । সকলেই বিবাহিত । মোট ১১ জন সদস্য রয়েছে পরিবারে ।
পরিবারের গৃহবধু মুন্না প্রতিহার বলেন,’এদিন ভোরের দিকে বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায় । তারপর উঠে দেখি বাড়িতে আগুন ধরে গেছে । আমরা দরজা খুলে ঘর থেকে বেড়িয়ে আসার চেষ্টা করি । কিন্তু বাইরে তখন ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে । খুব শ্বাসকষ্ট হচ্ছিল । তাই বাধ্য হয়ে ফের দরজা লাগিয়ে দিই । তারপর জানালা থেকে সাহায্যের জন্য চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করি ।’
প্রতিবেশী সন্দীপ কুমার ঘোষ বলেন, ‘চিৎকার শুনে আমরা বাড়ির বাইরে বেড়িয়ে আসি । দেখি গুইরামকাকুর বাড়ি থেকে কালো ধোঁওয়ার কুন্ডলী বেরিয়ে আসছে । কিন্তু তাঁর বাডির সদর দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারিনি আমরা । শেষে পাশের বাড়ির ছাদ দিয়ে গিয়ে ওই বাড়ির জানালার গ্রিল ভাঙা হয় । সেই গ্রিলকে মইয়ের মত ব্যাবহার করে গুইরামকাকুর পরিবারের সদস্যদের একে একে উদ্ধার করে পাশের বাড়ির ছাদে আনা হয় । পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভায় ।’ সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সন্দীপবাবু ।
জানা গেছে,গুইরাম প্রতিহারের এক ছেলের ইলেকট্রিক স্কুটারটি শনিবার রাতে চার্জে বসানো হয়েছিল । চার্জ চলাকালীন স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণ হয় । যে ঘরে স্কুটারটি চার্জে বসানো হয়েছিল সেই ঘরের বৈদ্যুতিক লাইন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । ভেঙে গেছে ঘরের জানালার সমস্ত কাঁচ । কালো কালিতে ছেয়ে গেছে গোটা বাড়ি । ঘটনার আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন ।।