হতে চেয়েছিলাম অঙ্কের মাস্টার
লোকে বলে এখন পাগল কবি
কোথায় গেল যুক্তি সূত্র সমাধান
এখন ভাবের ভবে ভাসাই তরি।
বাবা বলেছিলেন উকিল হবে
হস্তরেখা নাকি তাই বলেছে
ভাগ্যফলে ঘটল না সেসব
এখন আইন জিতি সংসারেতে।
যা চাই সেটা যদি না হতে পাই
মনটা থাকে বিমর্ষ হয়ে
সময় সময় ভাবতে বসি
আমার সাথে কেনই বা ঘটে।
জীবনটা এক জটিল গণিত
সমস্যায় ভরা অধ্যায় যত
একটা সমাধান হলো যদি তো
আরেকটা দুয়ারে অপেক্ষারত।
সেগুলিও কিন্তু যুক্তি তর্কে
সমাধানের পথটি খুঁজে
হিসাব হামেশা হয়না সঠিক
গোঁজামিলে উত্তর জুটে।
কিন্তু আমি ভাবতে থাকি
অঙ্কে যেমন বুদ্ধি খেলায়
কবির নতুন কাব্য গাথায়
কল্পনা দিয়ে সৃষ্টি সাজায়।
দুটোই কিন্তু মজার বিষয়
মাথাটা খানিক করছে তাজা
আনন্দ তখন ফোয়ারা হয়ে
শরীর জুড়ে বইছে সোজা।
যে কাজটা করি না কেন
পূর্ণ মনে করাটা চাই
সফলতা তখন দুয়ার নাড়ে
সাথে সন্তুষ্টিটা বাড়তি পাই।
চাওয়া পাওয়ার গোলকধাঁধায়
সদা মুক্তো খোঁজা বৃথাই সার
মিললো যেটা সেটাই আসল
কপালে ছিল ওটাই বরাত।।