এইদিন বিনোদন ডেস্ক,২৬ নভেম্বর : বাবা বাগেশ্বর ধামের পিঠাধীশ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নয় দিনের ‘সনাতন হিন্দু একতা পদযাত্রা’ সোমবার (২৫ নভেম্বর) মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের সীমান্তের দেবরী গ্রামে পৌঁছেছে। এই যাত্রায় যোগ দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। এদিকে অভিনেতা সঞ্জয় দত্তকে দেখতে বিপুল ভিড় জমেছে। সঞ্জয় দত্তকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে গেরুয়া পতাকা হাতে হাঁটতে দেখা গেছে । মাইক্রোফোন হাতে তিনি ‘হর হর মহাদেব’ ধ্বনি তোলেন৷
অভিনেতা সঞ্জয় দত্ত সনাতন হিন্দু একতা পদযাত্রায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সাথে দীর্ঘ পথ হেঁটেছিলেন। তিনি বলেন, ‘ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী আমার ছোট ভাই। আমি তাকে গুরুজী বলে ডাকি। ধীরেন্দ্র শাস্ত্রীজি দারুণ কাজ করছেন। তার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। ধীরেন্দ্র শাস্ত্রী যদি আমাকে বলেন যে সঞ্জু বাবা তোমাকে আমার সঙ্গে উপরে যেতে হবে, আমি তার সঙ্গে যাব।’
এরপর বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ‘হর হর মহাদেব’ স্লোগান দেন এবং গেরুয়া পতাকা ধারণ করেন। তিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে গেরুয়া পতাকা হাতে প্রায় ২ কিলোমিটার হেঁটেছেন। তার সঙ্গে এসেছিলেন চলচ্চিত্র জগতের আরও অনেকে। সঞ্জয় দত্ত আরও বলেন, ‘গুরুজী (ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী) আমি সব সময় আপনার পাশে আছি এবং থাকব। আপনি আশীর্বাদ করুন, আমি সবসময় আপনার সাথে থাকব।’ সেই সঙ্গে তিনি ‘জয় ভোলে নাথ’ স্লোগান দেন।
উল্লেখ্য, ‘সনাতন হিন্দু একতা পদযাত্রা’-এ বিপুল সংখ্যক মানুষ যোগ দিচ্ছেন। বাগেশ্বর ধাম থেকে শুরু হওয়া এই যাত্রা এখন উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। শুধু দেশ থেকে নয়, অন্যান্য দেশের মানুষও এই যাত্রায় অংশ নিচ্ছেন। যাত্রা চলবে ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। অর্ছা ধামে এটি সম্পন্ন হবে। এই যাত্রায় সঞ্জয় দত্তের সঙ্গে যোগ দেন রেসলার ‘দ্য গ্রেট খালি’ও। যোগ দিয়েছিলেন বলিউডের অভিনেতা মনোজ বাজপায়ি,কুমার গৌরবসহ আরও অনেকে ।।