এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৫ সেপ্টেম্বর : কট্টরপন্থী পিএফআই- এর মুখে ‘পাকিস্থান জিন্দাবাদ’ শুনে শ্লোগান শুনে চরম ক্ষিপ্ত হয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নিজেদের শোধরাও । অন্যথায় হিন্দুরা যদি বিষয়টি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে উৎসবের মাঝে অশান্তি হয়ে যাবে । আমরা যদি সিদ্ধান্ত নিই, তাহলে দুর্বৃত্তদের পরিণতি কী হবে তা আপনারা কল্পনাও করতে পারছেন না । আমাকে এসব বলতে প্ররোচিত করবেন না ।’ পাশাপাশি তিনি পিএফআই- এর দেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আহ্বান জানান ।
উল্লেখ্য,সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থের জোগান দেওয়া ও সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দেওয়া সহ একাধিক দেশ বিরোধী কাজকর্মে লাগাম টানতে কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনএআই) । ইতিমধ্যে শতাধিক সন্ত্রাসবাদী গ্রেফতার হয়েছে । তারই প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে পিএফআই সমর্থকরা । শুক্রবার পুনের জেলা কালেক্টরের অফিসের বাইরে পিএফআই বিক্ষোভ সমাবেশ করেছিল । আর তখনই ‘পাকিস্থান জিন্দাবাদ’ শ্লোগান ওঠে বলে অভিযোগ । শনিবার বিজেপির পক্ষ থেকে সেই ভিডিও সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে জমা দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৪১,১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯,১৮৮ এবং ৩৪১ প্রভৃতি একাধিক ধারায় মামলা রজু করেছে ।
ওই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসকে ট্যাগ করে এমএনএস প্রধান রাজ ঠাকরে টুইটারে লিখেছেন,’যদি আমাদের পুনে শহরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ‘আল্লাহু আকবর’-এর মতো স্লোগান উঠতে থাকে তাহলে দেশের হিন্দুরা চুপ থাকবে না।। দেশবিরোধীদের এই ব্যাধি অবিলম্বে নির্মূল করাই ভালো ।’
যাঁরা স্লোগান তুলেছেন, তাঁদের উদ্দেশে রাজ ঠাকরে বলেন,’আপনাদের যদি এই মানসিকতা হয় তাহলে ধর্ম নিয়ে আপনারা পাকিস্তানে চলে যান । এমন নাটক আমাদের দেশে আর চলতে দেওয়া যাবে না । আমি কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের এই ধরনের সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি । তা না হলে আমাদের দেশের হিন্দুরা চুপ থাকবে না। পরবর্তীতে কি হতে পারে আমি তার বিশদে যেতে চাই না ।’ এদিকে পুনে পুলিশ জানিয়েছে, ভিডিওটি খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।।