এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ এপ্রিল : পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় আজ বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল । এ বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার অনেকটাই বেশি । ২০২৩-এ হার ছিল ৮৬.১৫ শতাংশ। এবারে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৬৯১ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন । তারা হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈর্ঋতরঞ্জন পাল।
চলতি বছরের এই বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয় । মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষের বেশি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ৯০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হবে। তার অনেক আগেই আজ ফল প্রকাশ করল পর্ষদ । পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সকালে সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করেন। তিনি জানান,এবারে পাশের হারে প্রথম কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় কলকাতা।।