এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),২০ ফেব্রুয়ারি : গ্রামগঞ্জ,হাটবাজার থেকে সাইকেল চুরি করে এনে গোডাউনে জমা করে রাখত দুষ্কৃতিরা । পরে সময় সুযোগ বুঝে সেখান থেকে অন্যত্র পাচার করে দেওয়া হত । বেশ কিছুদিন ধরে এভাবে এলাকায় সাইকেল পাচারের কারবার চালিয়ে যাচ্ছিল দুষ্কৃতিদল । শেষ পর্যন্ত গোপন সুত্র থেকে খবর পেয়ে ওই গোডাউনে হানা দিয়ে ৩০ টি চোরাই সাইকেল উদ্ধার করতে সক্ষম হল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । উপযুক্ত নথি যাচাই করে সাইকেলগুলি আসল মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ বলেন, ‘শনিবার রাতে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে এক জায়গায় প্রচুর পরিমানে চোরাই সাইকেল মজুত করে রাখা হয়েছে । সেই খবরের সুত্র ধরে সেখানে পুলিশবাহিনী গিয়ে গোটা জায়গাটা ঘিরে ফেলে । আমরা দু’জনকে ধরতে পেরেছি । এছাড়া ৩০ টি বাই সাইকেল উদ্ধার করা হয়েছে । খবর পেয়ে এদিন কিছু মানুষ এসেছিলেন তাঁদের হারিয়ে যাওয়া সাইকেলের সন্ধান করতে ।’পাশাপাশি তিনি জানিয়েছেন, এই চক্রে আর কারা জড়িত আছে এবং সাইকেলগুলি কোথা থেকে চুরি করে আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।।