এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),০৭ জুন : বাড়ির মধ্যে বসেছিল মধুচক্রের আসর । সেখানে হানা দিয়ে ৩ মহিলাসহ ৫ জনকে গ্রেফতার করল মালদা জেলার চাঁচল থানার পুলিশ । জানা গেছে,গ্রেফতার মহিলাদের মধ্যে রয়েছে এক গৃহবধু ও দুই তরুনী । ওই গৃহবধুই হল বাড়ির মালিক । গ্রেফতার হওয়া বাকি দু’জন হল দুই যুবক । মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে ধৃত দুই যুবতীকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,মালদহের চাঁচল সদরে বাড়ি ধৃত গৃহবধূর । তিনি বেশ কিছুদিন ধরে নিজের বাড়িতে মধুচক্র চালিয়ে আসছিলেন । প্রতিদিন অপরিচিত যুবক যুবতীর আনাগোনা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ । মূলত স্থানীয়রাই বিষয়টি চাঁচল থানায় জানায় । এরপর গোপনে ওই বাড়ির উপর নজর রাখতে শুরু করে সাদা পোশাকের পুলিশবাহিনী । শেষে সোমবার রাতে ওই বাড়িতে হানা দিয়ে গৃহবধূসহ ৫ জনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার কথায়,’ওই বাড়িতে যে অসামাজিক কাজকর্ম চলছিল তা আমরা বুঝতে পারছিলাম । কিন্তু আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হত না । তাই প্রত্যক্ষ কোনো প্রমান ছিল না আমাদের কাছে । শেষে বিষয়টি আমরা পুলিশকে জানাতে বাধ্য হয়েছিলাম ।’ তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।