এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২৮ জুলাই : কর্ণাটক হাতছাড়া হওয়ার পর রাজস্থান নিয়ে বিজেপির জন্য সুখবর দিল এবিপি সি-ভোটার সমীক্ষা । আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস শাসিত রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত পাওয়া গেছে ওই সমীক্ষায় । সমীক্ষা অনুযায়ী ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ১১৪ টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে ।
গতবারের বিধানসভা নির্বাচনে ৭৩ টি আসতে জিতেছিল বিজেপি । এবারে আরও ৪১ টি আসনে তারা জয়লাভ করতে চলেছে বলে অনুমান করা হচ্ছে । অন্যদিকে কংগ্রেস ১০০ টি আসনের মধ্যে ১৭ টি আসন হারাবে বলে সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে । বিজেপি আগের নির্বাচনে ৩৮.৮ শতাংশ থেকে ৪৫.৮ শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে । যেখানে কংগ্রেসের ভোট ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে । সমীক্ষাটি রাজ্য জুড়ে ১,৮৮৫ জনের উপর চালানো হয় ।
সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন রাজস্থানের কংগ্রেস সরকার আইনশৃঙ্খলা ইস্যুতে খারাপ পারফর্ম করতে দেখা গেছে । তবে বিপিএল কার্ডধারীদের জন্য ৫০০ টাকার এলপিজি সিলিন্ডারের মতো রাজ্য সরকারের স্কিমগুলি নির্বাচনে কংগ্রেসকে সাহায্য করতে পারে । এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে দূর্নীতি ও তোষণ নীতির বিরুদ্ধে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে রাজস্থানের বিজেপি নেতৃত্ব ।।