এত অহংকার কেন তোমার ?
আমার সাজানো শব্দের সমাহারে তোমার মন কাড়ে না !!
আমি শব্দ খুঁজি ভালোবাসার পরশে ।
তুমি খোঁজো অহংকার আর দম্ভের আড়ালে।
তোমার জেতার মাঝে সুখ কই?
আমি এমন হারে আনন্দ পাই ।
কৈফিয়ৎ চায় না কেউ ।
আমি সাজাতে পারি না শব্দের অট্টালিকা ।
কুঁড়েতেই সুখী।
শেষবেলায় দেখাতে পারি না শব্দে মোড়ানো রঙীন ঘরের দেওয়াল।
গড়তে পারি না ছলনায় ভরা চোখের জলের সেতু।
বানাতে পারি না ভেজা গল্পের জীবনের কথামালা।
ভাবতে পারি না মিথ্যের মায়াজালে নিজের ভাবনার কালো পথ।
হাসতে পারি না তোমার দয়ায় শব্দ ছক মেলানোর খেলায়।।