দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন থেকে শুরু করে বিয়ের মন্ডপে ‘লাল গোলাপ’-এর সর্বদা আলাদা কদর রয়েছে । প্রায় বছর ভর এই ফুলটির দামও থাকে ভালোই । কিন্তু চৈত্র মাসে বিয়ে না থাকায় সেভাবে কোনও ফুলই বিকোয় না । ফলে মার খেতে হয় ফুল চাষীদের । তাই চাষীদের স্বার্থে ছোট মালবাহী গাড়িতে গোলাপ ফুল বোঝাই করে এনে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিক্রি করছেন কয়েকজন ফুল ব্যবসায়ী । ‘চৈত্র সেল’-এ তাঁরা ৭৫ পিস বান্ডিলের গোলাপ মাত্র ৩০ টাকায় বিক্রি করছেন । আর ‘লাল গোলাপ’ কিনতে উপচে পড়ছে ভিড় । বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে গোলাপ কেনার আগ্রহ চোখে পড়ার মত ।
‘চৈত্র সেল’-এ গোলাপ ফুল বিক্রেতা নদীয়া জেলার রাণাঘাটের বাসিন্দা দীপক মণ্ডল, অমল মণ্ডলরা জানান,তাঁদের নিজস্ব ফুলের দোকান করেছে । সারা বছর সেখানেই ফুলের ব্যবসা করেন । কিন্তু চৈত্র মাসে কোনও বিয়ে না থাকায় ফুলের বিক্রি হয়না । ফলে ব্যবসা মার খায় । তাই এবার থেকে তাঁরা গাড়িতে ফুল বোঝাই করে ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করেছেন । তাঁরা বলেন, ‘আমরা এভাবে ফুল বিক্রি করছি বলে আমাদের এলাকার ফুল চাষীদের ফুল বিক্রি হচ্ছে । তাঁরা লাভের মুখ দেখছেন। নচেৎ গরমের কারনে গাছেই ফুল শুকিয়ে নষ্ট হত ।’
সোমবার সকালে দেখা গেল একটি পিক আপ ভ্যানে লাল গোলাপ বোঝাই করে কাটোয়া শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন ওই দুই ফুল ব্যবসায়ী । দাম অত্যন্ত নগন্য হওয়ায় বহু মানুষ নিছক শখ করে ফুল কিনে নিয়ে যাচ্ছেন । অনেক নব্য প্রেমিক প্রেমিকাদের মধ্যে লাল গোলাপ কেনার আগ্রহ ছিল সব থেকে বেশি । কারন সেলের সুযোগে প্রেম নিবেদন পর্বটা যদি একটু সস্তায় হয় তাতে মন্দ কি ।।