কাশবন চাইছে ছুটি পলাশের আগমনে। নীল দিগন্ত জুড়ে সোনালী স্বপ্নের সমাবেশ। হিমেল হাওয়ায় ধরিত্রী হৃদয় শীতল আবেগের সঞ্চার চুপিসারে।
মিঠে রোদ্দুর করে সবুজের সাথে আদুরে আলাপ ।
রুক্ষ তরুরা কুয়াশায় ভিজে ব্যক্ত অনুভূতির প্রকাশ।
শুষ্কতা খুঁজে উষ্ণতার স্পর্শ ।
মল্লিকা বনে ছাতিমের গন্ধ মেখে ভ্রমররা করে পুরনো স্মৃতি রোমন্থন।
বাঙালির আনন্দধারায় যেসে নিখোঁজ পাখিদের কলতান।
গোধূলি আলোকে মেঘেরা বিভোর বিবর্ণ হলদে পাতার বেলাশেষের গল্পে।
বসুন্ধরা আজ আবারও তৃপ্ত, আত্মহারা যৌবন ফিরে পাওয়ায়।
এ এক অন্য বসন্ত।
নাকি হেমন্ত আজ বসন্তের ছদ্মবেশে ৷৷