দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর : আজ শনিবার থেকে শুরু হল কাটোয়ার শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইস্টপদ দে রানার্স কাপ । কাটোয়ার পৌর গোবিন্দবাগান ফুটবল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টটি হচ্ছে ৮ টি দলের মধ্যে ৷ মোট সাতদিন টুর্নামেন্ট চলবে। ফাইনাল খেলা হবে ১৮ ডিসেম্বর ৷ এদিন প্রথম খেলায় বর্ধমান এসএস কনস্ট্রাকশন ১-০ গোলে পরাজিত করে মেঝিয়ারী শ্রী দুর্গা শ’মিলকে । প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয় । দ্বিতীয়ার্ধে এই গোল করেন এসএস কনস্ট্রাকশনের নাইজেরিয়ান খেলোয়াড় চাপালা । তিনই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ।
কাটোয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ১৯২৪ সালে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল । তখন পশ্চিমবঙ্গের জেলাগুলির সেরা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করত । টুর্নামেন্টের উদ্যোক্তা কাটোয়া শহরের তৎকালীন সম্পন্ন ব্যবসায়ী সত্যনারায়ণ দে’র বাবা ইষ্টপদ দে’র নামে উইনার্স কাপের নামকরণ হয় । পরে ১৯২৯ সালে তৎকালীন জমিদার নৃসিংহপ্রসাদ দাসের পিতামহ হরিশচন্দ্র দাসের নামে ‘হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড’ চালু হয় । আর ওই বছর থেকে এযাবৎ ‘হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড এবং ইষ্টপদ দে রানার্সআপ কাপ’ ফুটবল নামে এই প্রতিযোগিতাটি চলে আসছে । মাঝে দীর্ঘদিন এই টুর্নামেন্ট বন্ধ হয়ে ছিল । ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব কাটোয়া পুরসভার হাতে দেওয়া হয় । তারপর থেকে প্রতি বছর পুরসভা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে । করোনা আবহের কারনে দু’বছর টুর্নামেন্ট বন্ধ রেখেছিল পুরসভা । এবছর থেকে ফের শুরু হল ।
এদিন উদ্বোধনী ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে, পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা পুলিস সুপার (গ্রামীণ) ধ্রুব দাস, মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক এবং কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা প্রমুখ । প্রচুর ফুটবল প্রেমী মানুষ এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ।।