নিজস্ব প্রতিনিধি,কালনা,২২ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সদ্য বিজেপিতে আসা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা । সোমবার সকালেই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ৬ জনের ওই দলকে মন্তেশ্বরে বিধায়কের বাড়িতে দেখা যায় । এই বিষয়ে সৈকত পাঁজা বলেন,‘ নিরাপত্তার বিষয়ে দলের কাছে আমি কোনও আবেদন করিনি । সেন্ট্রাল আই বি-র রিপোর্টের ভিত্তিতেই শীর্ষ নেতৃত্ব এই ব্যবস্থা নিয়েছেন বলে মনে হয় ।’
সৈকত পাঁজার বাবা সজল পাঁজা তৃণমূলের বিধায়ক ছিলেন । গত বিধানসভা নির্বাচনে তিনি মন্তেশ্বর বিধানসভা থেকে জয়লাভ করেন । কিন্তু কিছু দিন পরেই সজলবাবুর মৃত্যু হয় । ফলে উপনির্বাচন হয় মন্তেশ্বর বিধানসভায় । ওই নির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈকতবাবু । তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করেন ।
তারপরেই বিভিন্ন বিষয় নিয়ে ব্লক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় সৈকত পাঁজাকে । এমনকি বাবার অকাল মৃত্যুর কারণ হিসাবে জেলা তৃণমূলের এক নেতার নাম করে তাকে সরাসরি দায়ী করেন । এর ফলে দলের সঙ্গে ক্রমশ তাঁর দূরত্ব বাড়তে থাকে । শেষে মেদিনীপুরে অমিত শাহের জনসভায় গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগদান করেন ।
এদিকে বিজেপিতে যোগদানের পরেই সৈকত পাঁজার বিরুদ্ধে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । বিভিন্ন ভাবে তার বহিঃপ্রকাশও লক্ষ্য করা যায় । তাই সৈকতবাবুকে যাতে কোনও আপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয় তার জন্য কেন্দ্র সরকার তাঁকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।।