একদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ সেপ্টেম্বর : স্বল্প মূল্যের ডায়াবেটিসের ওষুধ চালু করল কেন্দ্র সরকার। সিটাগ্লিপটিন এবং এর অন্যান্য ফর্মুলার এই সমস্ত ওষুধের ১০ টি ট্যাবলেটের দাম পড়বে ৬০ টাকা । ওষুধটি জেনেরিক ওষুধের দোকান প্রধানমন্ত্রী জন ঔষধী কেন্দ্রে পাওয়া যাবে । রাসায়নিক ও সার মন্ত্রকের তরফ থেকে শুক্রবার এনিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে । তাতে জানানো হয়েছে,এবার থেকে ভারতের ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইস ব্যুরো (PMBI) জনৌষধী কেন্দ্রগুলিতে সিটাগ্লিপটিন এবং এর ফর্মুলার নতুন সংস্করণ চালু করা হয়েছে । সেখানে ৫০ মিলিগ্রাম (মিলিগ্রাম) সিটাগ্লিপটিন ফসফেটযুক্ত দশটি ট্যাবলেট ৬০ টাকায় পাওয়া যাবে । আর ১০০ মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যাবে ১০০ টাকায় । যেখানে ৫০ এমজি/৫০০ এমজি অনুপাতের সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড প্রতি ১০ ট্যাবলেটের দাম পড়বে ৬৫ টাকা । আর ৫০ এমজি/১০০০ এমজি মিশ্রণ ৭০ টাকায় পাওয়া যাবে । প্রসঙ্গত,বাজারে বড় বড় কোম্পানির এই গ্রুপের ওষুধ বিক্রি হচ্ছে প্রতি ১০ ট্যাবলেট ১৬২ থেকে ২৫৮ টাকায় । ফলে বাজার মূল্য থেকে ৬০-৭০ শতাংশ কম দামে এই ওষুধ পাওয়া যাবে প্রধানমন্ত্রী জন ঔষধী কেন্দ্রে । দেশ জুড়ে বর্তমানে ৮,৭০০ টি প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্র রয়েছে । সেখানে স্বল্প মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ, অস্ত্রোপচারের যন্ত্রপাতি এবং অন্যান্য স্বাস্থ্য পণ্য সরবরাহ করা হচ্ছে আর তার ফলে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন ।।
তথ্যসূত্র : অমর উজালা