এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ মে : সিমেন্ট বোঝাই লরি ফেঁসে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে । সড়ক পথের দু’ধারে আটকে গেছে প্রচুর বহু মালবাহী যানবাহন । তীব্র গরমে বিপাকে পড়েছে বাসযাত্রীরা । চলাচল করতে নাকাল হতে হয় বাইক ও ছোটো গাড়িগুলিকে । ঘন্টা দেড়েক ধরে এই যানজট চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,আজ সোমবার বর্ধমান শহরে সিমেন্ট বোঝাই করে একটি লরি কাটোয়ার শ্রীখন্ডে যাচ্ছিল। বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে কাটোয়া মুখে যাওয়ার সময় প্রায় সাড়ে ১১ টা নাগাদ ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লি এলাকায় আসতেই স্পীড ব্রেকার টপকাতে গিয়ে লরির যন্ত্রাংশ বিকল হয়ে যায় । ফলে ওই স্পীড ব্রেকারের উপরে রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে যায় লরিটি । ফলে যানজটের সৃষ্টি হয় । পরে ভাতার থানার পুলিশ গিয়ে সড়ক পথের বাকি সংকীর্ণ অংশ দিয়ে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সগুলি পারাপার করায় । দুপুর ১ টা নাগাদ লরিটি মেরামত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।

