সঙ্কল্প দে,বীরভূম,২২ জানুয়ারী : গত ১২ জানুয়ারী দেশজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয়েছিল । মঙ্গলবার ২১ জানুয়ারী দেশজুড়ে মহাসাড়ম্বরে পালন করা হল স্বামীজীর জন্ম তিথি উৎসব। সেই উপলক্ষে বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত পণ্ডিতপুর আশ্রমে বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হল । এই উপলক্ষে ভোর থেকেই মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ, সানাই বাদন, বিশেষ পূজা, গীতাপাঠ, চন্ডীপাঠ, ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয় । পাশাপাশি স্বামীজির প্রতিকৃতি নিয়ে ট্যাবলো সাজিয়ে প্রভাফেরী ও নগর পরিক্রমা করা হয়। ছিল বিশেষ হোম যজ্ঞ, ধর্মসভা, ভক্তিগীতি সহ নানান অনুষ্ঠান । এদিন উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় বলে জানান স্বামী মহাদ্রুপানন্দ । সন্ধ্যায় আয়োজন করা হয় ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান । দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজের হাত দিয়ে হোম যজ্ঞ অনুষ্ঠান হয় । প্রচুর মহিলা ও পুরুষ ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।।