এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৮ ডিসেম্বর : তামিলনাড়ুর নীলগিরি জেলার কুনুরে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি ৫ ( Mi-17V5) হেলিকপ্টার ভেঙে পড়েছে । জানা গেছে,ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তার কর্মী এবং পরিবারের সদস্যরা । তার সঙ্গে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন ।
সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে,কপ্টারে সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, এন কে গুরসেবক সিং, এন কে জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার এবং বি সাই তেজা এবং হাবলদার সাপাল সহ মোট নয়জন ছিলেন । বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কোয়েম্বাটোর এবং সুলুরের মাঝে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে বায়ূসেনার ওই হেলিকপ্টারটি । আর নিচেতে পড়ার সঙ্গে সঙ্গেই কপ্টারে আগুন ধরে যায় ।
খবর পেতেই সামরিক কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা যায় স্থানীয়রা প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে । বিপিন রাওয়াত ছাড়াও আরও তিনজন আহত হয়েছেন । একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে । এছাড়া দুর্ঘটনাস্থলে বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখা যায় । মৃতদেহ উদ্ধার ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর ।।