প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ এপ্রিল : স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা নিয়ে প্রতিবাদে স্বোচ্চার হলেন তৃণমূল ও বিজেপির প্রার্থী ও নেতারা। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা কলেজের স্ট্রংরুমের । সোমবার ঘটনা জানাজানি হতেই শাসক ও বিরোধী শিবিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার কারণ প্রকৃত কারণ জানতে পূর্বস্থলী উত্তর ও মন্তেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী গোবর্ধন দাস ও সৈকত পাঁজা এদিন বেলায় কালনা কলেজে পৌছে যান ।পরে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথও কালনা কলেজে পৌছে সিসিটিভি ক্যামেরায় বন্ধ থাকা নিয়ে প্রতিবাদে সরব হন ।দুই পক্ষেরই বক্তব্য তাঁরা বিষয়টি রিটার্নিং অফিসারকে জানিয়েছেন।স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি দুই পক্ষের কেউই হালকা ভাবে নিতে চাইছেন না । ঘটনার পিছনে কোনও রহস্য থাকতে পারে বলেই মনে করছেন তৃণমূল ও বিজেপি উভয় দলের প্রার্থীরাই।
ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় পর্বে
৮ টি বিধানসভা আসনে নির্বাচন হয়ে গিয়েছে
।ওই ৮টি আসনের মধ্যে কালনা মহকুমার চারটি বিধানসভা রয়েছে ।ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই ওই চারটি বিধানসভা আসনের সমস্ত বুধের ইভিএম নিয়ে গিয়ে রাখা হয় কালনা কলেজে তৈরি হওয়া স্ট্রংরুমে ।সেই স্ট্রংরুমেই সোমবার সকাল ৬টা ১০ থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল বলে খবর পেয়ে বিজেপির দুই প্রার্থী গোবর্ধন দাস ও সৈকত পাঁজা জানতে পারেন । তার পরেই তাঁরা কালনা কলেজে পৌছে গিয়ে খোঁজ খবর নেন । পরক্ষণে পূর্বস্থলী দক্ষিনের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথও কালনা কলেজে পঁছে গিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার কারণ নিয়ে স্তারিত খোঁজ খবর নেন ।
বিজেপির দুই প্রার্থীর অভিযোগ তুলেছেন এদিন সকাল থেকে নয়, রবিবার রাত থেকেই বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরা।বিজেপি প্রার্থী গোবর্ধন দাস জানান ,‘ স্ট্রংরুমের কতগুলি ঘরে কখন থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল তা তিনি রিটার্নিং অফিসারের কাজে জানতে চেয়েছেন ।গোবর্ধন বাবূ বলেন ,স্ট্রংরুমের পাহারায় তাঁদের দলের ছেলেরা থাকতে চাইলেও পুলিশ থাকতে দেয়নি।এই অবস্থায় স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি তাঁদের ভাবিয়ে তুলেছে । গোবর্ধন বাবু বলেন ,সেই কারণে তারা ঘটনার তদন্ত থাবি করছেন । একই কথা বলেন ,অপর বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ অভিযোগে বলেন , ’কলেজের যে রুমে পূর্বস্থলী দক্ষিন বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম নির্দিষ্ট আছে তার সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তিনি মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ।।