এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ এপ্রিল : দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে । এরই মাঝে এই মামলায় বড় অগ্রগতি দেখা গেল । এবার জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) ।
এর আগে জিএনসিটিডির আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অনিয়মের অভিযোগের সাথে সম্পর্কিত একটি মামলার তদন্তে সিসোদিয়াকে ইডি এবং সিবিআই গ্রেপ্তার করেছিল । চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী সিবিআই সিসোদিয়াকে গ্রেপ্তার করে। পরে ৯ মার্চ তাকে তিহার জেলে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) ।
গত বছর অক্টোবরে দিল্লির জোরবাগ-ভিত্তিক মদ পরিবেশক ইন্দোস্পিরিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সমীর মহেন্দ্রুর গ্রেপ্তারের পরে ইডি দিল্লি এবং পাঞ্জাবের প্রায় তিন ডজন জায়গায় অভিযান চালায় । চলতি সপ্তাহের শুরুতে এই মামলায় প্রথম চার্জশিট দাখিল করেছে সিবিআই । ইডি এবং সিবিআই অভিযোগ,আবগারি নীতি সংশোধন করার সময় অনিয়ম করা হয়েছিল, লাইসেন্সধারীদের অযাচিত সুবিধা দেওয়া হয়েছিল, লাইসেন্স ফি মকুব বা হ্রাস করা হয়েছিল এবং সক্ষম কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এল-১ লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছিল । এই দুর্নীতির কারনে রাজকোষের ১৪৪.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের ।।