এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ আগস্ট : আরজি করের তরুনী চিকিৎসা ‘অভয়া’র ধর্ষণ বা গণধর্ষণ খুনের ঘটনার তদন্ত চলার মাঝেই ওই সরকারি হাসপাতালের দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে । সেই সময় আরজি করের অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয়পাত্র সন্দীপ ঘোষের দিকে আঙুল ওঠে । দাবি করা হচ্ছিল যে অভয়া দুর্নীতির বিষয়টি জেনে যাওয়ায় তার উপর বর্বরোচিত ও পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা হয়েছে ।
এবারে ওই দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও এবং কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে হানা দিল সিবিআই । তার বিধানসভা এলাকাতেই রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।অতীন ঘোষ রোগী কল্যাণ সমিতির সদস্যও ছিলেন । আর রোগী কল্যাণ সমিতির বৈঠকে হওয়া একাধিক সিদ্ধান্তে হাসপাতালে দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে বলে খবর। আরজি করের দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুর ২ টো নাগাদ উত্তর কলকাতার শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। তাঁদের হাতে একাধিক ফাইলপত্রও দেখা যায় । উল্লেখ্য, অভয়ার ধর্ষণ-খুনের ন্যায়বিচারের দাবিতে ডাক্তারদের আন্দোলনে উত্তাল কলকাতা তখন অতীন ঘোষের বিরুদ্ধে আরজি করে গুন্ডাবাহিনী পাঠিয়ে ভাঙচুর ও প্রমান নষ্টের চেষ্টার অভিযোগও তুলেছিল বিজেপি ।
আজ তিনজন সিবিআই অফিসারের একটি দল, সশস্ত্র কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর একটি দল সহ, দুপুর ২.১৫ টার দিকে ঘোষের শ্যামবাজারে অতীন ঘোষের বাসভবন, এপিসি রোডের একটি অ্যাপার্টমেন্ট ভবন, এপিসি আবাসনে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে ।
প্রসঙ্গত,আরজি করের তৎকালীন অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর স্নেহধন্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধু হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ টাকা নয়ছয় করাই নয়,বরাদ্দ ওষুধ পর্যন্ত খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে । এছাড়া টাকার বিনিময়ে অযোগ্যদের ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়ার মতও গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে । শাসকদলের মদতে সন্দীপ ঘোষ হাসপাতালে কার্যত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ । এজন্য সে হাসপাতালের ষণ্ডামার্কা ডাক্তারি পড়ুয়াদের ব্যবহার করত । তারপরেও সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে সম মর্যাদার পদ দেওয়ায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে আজও প্রশ্ন ওঠে ।।

