এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ নভেম্বর : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্য জুড়ে তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলরের বাড়িতে হানা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) । আজ বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একাধিক দল বের হয়ে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাটুলির বাসিন্দা বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় । ওদিকে মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের একটি তদন্তকারী দল ।
ডোমকলের পাশাপাশি বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ঘনিষ্ঠ বেসরকারি স্কুলের শিক্ষক ঝণ্টু শেখের বড়ঞার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের তদন্তকারী দল । কলকাতা,মুর্শিদাবাদের পাশাপাশি কোচবিহারেও সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে ।
জানা গেছে,কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের ঘনিষ্ঠতা ছিল শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলার মূল আসামি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম নদিয়ার নাকাশিপাড়ার ঘোরাইক্ষেত্রের বাসিন্দা তৃণমূল কংগ্রেস বিধায়ক
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ । নিয়োগ দুর্নীতি মামলায় জাফিকুল ইসলামের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই । এদিন প্রমাণের খোঁজে বিধায়কের বাড়িতে জোর তল্লাশি শুরু করে দিয়েছে তদন্তকারী দল । কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধায়কের বাড়ি ঘিরে রাখা হয়েছে ।
পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্যরা গ্রেফতার হওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলায় পরবর্তী গুরুত্বপূর্ণ নাম হল মানিক ভট্টাচার্য । ইডি-র মামলায় চার্জশিটে মানিকের সঙ্গে পার্থর কথোপকথনের কথাও উল্লেখ রয়েছে । এবারে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় তৃণমূলের ওই সমস্ত তাবড় নেতাদের ঘনিষ্ঠদের যোগসূত্র খুঁজতে উঠেপড়ে লেগেছে সিবিআই । এদিকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সিবিআইয়ের এই প্রকার ‘অ্যাকশনে’ চাপে পড়ে গেছে রাজ্যের শাসকদল নেতৃত্ব ।।