এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : গরু পাচার, এসএসসি নিয়োগ দূর্নীতির মামলার পর এবার কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে ওঠা দুই হিন্দু পরিবারকে জোরপূর্বক মুসলিম ধর্মান্তকরণের ঘটনার তদন্তভার গেল সিবিআই ও এনআইএর হাতে । বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা ঘটনার তদন্তভার দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার পাশাপাশি এই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল তা পুলিশ সুপারকে হলফনামা দিয়ে জানাতে বলেছেন । মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২১ জুন ।
গত রবিবার বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিসহ পোস্ট করেছিলেন । তিনি সরাসরি কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে স্থানীয় একটি গ্রামের গরীব হিন্দু পরিবারগুলিকে জোর করে মুসলিম হতে বাধ্য করার অভিযোগ তুলেছিলেন । আর তারপরেই দেশ জুড়ে আলোড়ন পড়ে যায় । অত্যাচারিত পরিবারের পক্ষ থেকে এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল । মামলার শুনানি হয় বৃহস্পতিবার । অভিযোগকারী পরিবারের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের মুখ থেকে ঘটনার কথা শোনার কার্যত অবাক হয়ে যান বিচারপতি রাজাশেখর মান্থা । পুলিশ নিজে কিভাবে ধর্মান্তকরনের জন্য চাপ দিতে পারে তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন । তবে শুধু আইসিই নন, কালিয়াচক থানার দুই পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেও ধর্মান্তকরণে সহায়তা করার অভিযোগ উঠেছে ।।