এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ নভেম্বর : দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি বিরোধী সংস্থা লোকপাল বুধবার এই নির্দেশ দেয় । মহুয়া মৈত্রের দূর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ লিখেছেন, ‘আমার অভিযোগের ভিত্তিতে, লোকপাল আজ অভিযুক্ত মহুয়াজির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে দুর্নীতির জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ।’ এর প্রতিক্রিয়ায় মহুয়া বলেন যে তিনি সিবিআইকে স্বাগত জানান ।
নগদ অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপনের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ।মহুয়ার বিরুদ্ধে সংসদে টাকা ও উপহার নিয়ে শিল্পপতি দর্শন হিরানন্দানিকে লাভবান করার এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ রয়েছে। হিরানন্দানি নিজেও এসব প্রশ্ন লিখতেন বলে অভিযোগ । বিনিময়ে মহুয়াকে নগদ টাকা ও দামী উপহার দিতেন হিরানন্দানি। মহুয়ার প্রাক্তন সঙ্গী জয় অনন্ত দেহরায়ও এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন । মহুয়ার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জয় অনন্ত দেহরায়, সংসদে প্রশ্ন করার বিনিময়ে মহুয়া মৈত্র কী কী উপহার দেওয়া হয়েছিল তার একটা তালিকাও দিয়েছিলেন । ওই তালিকায় রয়েছে অ্যাপল আইফোন, দাবি হাতব্যাগ এবং নামিদামি কোম্পানির জুতো । এদিকে সিবিআই তদন্তের নির্দেশের প্রতিক্রিয়ায় মহুয়া মৈত্র বলেন,’সিবিআইকে স্বাগত জানাই । এখন সিবিআই এসে আমার জুতা গুনুক।’।