এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৯ আগস্ট : গরুপাচার মামলায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ‘ভোলে বোম রাইস মিল’ থেকে বহু সম্পদের হদিশ পেল সিবিআই । বীরভুম জেলার বোলপুরে অনুব্রতর বাড়ির অদূরেই রয়েছে ওই রাইস মিলটি । শুক্রবার সকালেই সেখানে হানা দিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী দল । তবে প্রথমে সিবিআইকে বাধার মুখে পড়তে হয় । তারপর প্রায় পৌনে একঘন্টা পর তদন্তকারী দল ভিতরে ঢোকে । টানা ৪ ঘণ্টা চলছে তল্লাশি অভিযান।
বন্ধ পড়ে থাকা ওই চালকল থেকে উদ্ধার হয় গোটা পাঁচেক ঝাঁ চকচকে এসইউভি গাড়ি । পাশাপাশি তদন্তকারী দল নথি ঘেঁটে আরও অন্তত ১২টি ছোট-বড় চালকলের হদিশ পায় । তার কোনোটি রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নামে । আবার কোনওটায় অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডলের নামেও রয়েছে । গরু পাচারের টাকা থেকে অনুব্রত মণ্ডল এই বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিল বলে অনুমান সিবিআইয়ের আধিকারিকদের । এই রহস্য উদঘাটনের জন্য শনিবার অনুব্রতকে আদালতে তুলে সিবিআই ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বলে মনে করা হচ্ছে ।।