এইদিন ওয়েবডেস্ক,গাজিপুর(বাংলাদেশ),২৮ অক্টোবর : বাংলাদেশে মন্দিরকে নিশানা করার ঘটনা নতুন কোনো কিছু নয় । মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনা আকছার ঘটে । সম্প্রতি একটি মন্দির কমিটির লোকজন তোলা দিতে অস্বীকার করায় বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত সদর উপজেলার চেহেলগাজি ইউনিয়নের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের শ্মশান কালী মন্দিরে দেবী প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কয়েকজন কট্টরপন্থী । যদিও পরে পুলিশ তাদের মধ্যে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে । ধৃতরা হল সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের হবি চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা সুজাত আলীর ছেলে বেলাল উদ্দিন (২৫), একই উপজেলার বড়ইল গ্রামের লুৎফর রহমানের ছেলে তুষার (২০), হাসেম আলীর ছেলে রকি আহম্মেদ (৩০) এবং একই উপজেলার মুজায়েদপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (২৫)।
এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার মন্দিরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক কট্টরপন্থী ব্যক্তি । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুর (Gazipur) জেলার জামালপুর (Jamalpur) এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে । যদিও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের তৎপরতায় ইকবাল হোসেন (Iqbal Hossain) নামে ওই দুষ্কৃতী হাতেনাতে ধরা পরে যায় । তার কাছ থেকে উদ্ধার করা হয় মন্দিরের বেশ কিছু কাঁসা পিতলের বাসনপত্র । এরপর ক্ষিপ্ত বাসিন্দারা ওই দুষ্কৃতীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ।
বমাল ধৃত দুষ্কৃতী ।
গোবিন্দপুর গ্রামের শ্মশান কালী মন্দিরে দেবী প্রতিমা ভাঙচুরের ঘটনায় জানা গেছে,ধৃত ৪ কট্টরপন্থী বেলাল উদ্দিন,তুষার রহমান,রকি আহম্মেদ ও আসাদুজ্জামান জুয়ার ঠেক চালায় । কালী পূজাকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামের শ্মশান কালী মন্দিরের কাছে মেলা বসেছিল । আর সেখানে জুয়ার আসর বসিয়েছিল ধৃতরা । জুয়া খেলায় তারা ক্ষতির মুখে পড়লে তারা পূজা কমিটির কাছে ৫ হাজার টাকা দাবি করে । কিন্তু কমিটির লোকজন তাদেরব৩ হাজার টাকা দিয়ে জানিয়ে দেন আর টাকা দেওয়া সম্ভব নয় । এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয় । এরপর ওই দুষ্কৃতীরা দলবল নিয়ে এসে কমিটির লোকজনদের মারধরের পাশাপাশি প্রাচীন কালীমূর্তিটি ভেঙে গুঁড়িয়ে দেয় । ঘটনার প্রতিবাদে দিনাজপুর-রংপুর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত হিন্দুরা । শেষে গত মঙ্গলবার ৪ কট্টরপন্থীকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ।।